ড. সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি: এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় পন্ডিত এবং লেখক। তিনি বাংলাদেশের ইসলামী জীবন বীমা কোম্পানিসমূহের কেন্দ্রীয় শরীয়াহ কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান।
তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি জামেয়া কাসেমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের অধিকাংশ ইসলামী বিমা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শরীয়াহ
কাউন্সিলের উপদেষ্টা/চেয়ারম্যান/ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের সদস্য। জনাব জাফরী এটিএন বাংলাসহ বিভিন্ন টিভি
চ্যানেলের ইসলামী শরীয়াহ্ বিষয়ক প্রোগ্রামে আলোচক হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেন।
ড. কামালুদ্দীন জাফরী ১৯৪৫ সালের ৫ মার্চ বাংলাদেশের ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে প্রাথমিক পড়াশুনা শেষ করেন এবং সৌদি আরবের মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ইন্সটিটিউট থেকে আরবি ভাষায় ডিস্টিংশনসহ উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করনে।